Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাম্প্রতিক কর্মকান্ড

ক্রম

বিষয়

বিবরণ

০১

শেখ রাসেল ডিজিটাল ল্যাব

ল্যাবের সংখ্যা-১৩টি, স্কুল অফ ফিউচার-০১টি ও ক্লাস রুম-০১ টি  

০২

প্রশিক্ষণ

ই-ফাইলিং, জাতীয় তথ্য বাতায়ন,ফ্রিল্যান্সিং,‌  ই-মোবাইল কোর্ট,  একসেবা, শেখ রাসেল ডিজিটাল ল্যাব ব্যবস্থাপনা, ইউডিসি উদ্যোক্তা্দের সকল ধরণের কারিগরি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা ।

০৩

ইন্টারনেট সংযোগ

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত ইনফো সরকার -০২ প্রকল্পের মাধ্যমে সকল সরকারি অফিসে প্রদানকৃত ইন্টারনেট সংযোগের সার্বিক ভাবে সহয়তা প্রদান করা হচ্ছে। ইনফো সরকার ০৩ প্রকল্পের মাধ্যমে  মহম্মদপুর, মাগুরা উপজেলার ০৮ টি ইউনিয়নে ইন্টারনেট সংযোগ স্থাপন করা হয়েছে। ইনফো সরকার ০৩ প্রকল্পের কার্যক্রমে সার্বিক ভাবে সহয়তা প্রদান করা হচ্ছে।

০৪

ভিডিও কনফারেন্স

সকল ভিডিও কনফারেন্স সফল ভাবে সম্পন্ন করা হয়েছে।

০৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক পরামর্শ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক  সকল ধরণের পরামর্শ প্রদান করা হয়। 

০৬

সহায়তা প্রদান

সকল দপ্তরকে আইসিটি বিষয়ক সহায়তা প্রদান করা হচ্ছে।

০৭

 আইসিটি ইকুইপমেন্ট স্পেসিফিকেশন তৈরী

উপজেলার সকল দপ্তরকে আইসিটি ইকুইপমেন্টের স্পেসিফিকেশন তৈরীতে সহায়তা প্রদান 

০৮।

সেমিনার

০৬ টি সেমিনার সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

০৯।

সফ্‌টওয়্যার ব্যবস্থাপনা

নথি, একসেবা, মাল্টিমিডিয়া ব্যবস্থাপনা, ই-কোর্ট, ডি আরএস ,জন্ম নিবন্ধন ও হজ্জ্ব রেজিস্ট্রশন,CAMS,সুরক্ষা  বিষয়ক সফ্‌টওয়্যার মেইনন্টেন্যান্স এ কারিগরি সহায়তা 

১০

জাতীয় তথ্য বাতায়ন ও শিক্ষক বাতায়ন

উপজেলা পর্যায়ের সকল সরকারি দপ্তর কে জাতীয় তথ্য বাতায়ন বিষয়ক কার্যক্রমে কারিগরি সহায়তা 

১১

দিবস

উন্নয়ন মেলা, ইন্টারনেট মেলা, জাতীয় তথ্য প্রযুক্তি দিবস এবং বিভিন্ন দিবস উদ্‌যাপনে সহযোগিতা